05/03/2025 বাজারে স্বর্ণের দাম বেড়েছে
রাজটাইমস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ২০:৫০
নতুন করে বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই খবর জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৪ টাকায়, যা এতদিন ছিল ৮০ হাজার ১৩২ টাকা।
আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার থেকে সারাদেশে নতুন মূল্য কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আগামীকাল থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৫২০ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা অপরিবর্তিত রয়েছে।