12035

04/27/2024 ফুটবল বিশ্বকাপের নিরাপত্তার জন্য কাতারে ২ ব্রিটিশ যুদ্ধজাহাজ

ফুটবল বিশ্বকাপের নিরাপত্তার জন্য কাতারে ২ ব্রিটিশ যুদ্ধজাহাজ

রাজটাইমস ডেস্ক: 

১৩ নভেম্বর ২০২২ ২১:৪০

ফুটবল বিশ্বকাপের নিরাপত্তার জন্য কাতারে ২ ব্রিটিশ যুদ্ধজাহাজ ব্রিটিশ যুদ্ধজাহাজ ব্যাঙ্গর ও গার্ডিয়ান কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সুরক্ষিত করতে দেশটিতে দু’টি ব্রিটিশ যুদ্ধজাহাজ পৌঁছেছে। দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে এখন এ যুদ্ধজাহাজগুলো দেশটির উম্ম আল-হাউল নৌ ঘাঁটিতে অবস্থান করছে। সূত্র : মিডল ইস্ট মনিটর।

কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) প্রতিবেদন অনুসারে, ‘কাতারের আমিরি নৌ-বাহিনী ব্রিটিশ যুদ্ধজাহাজ ব্যাঙ্গর ও গার্ডিয়ানকে সাদরে স্বাগত জানিয়েছে।’

দেশটির বিভিন্ন সূত্র জানিয়েছে, ‘ফিফা বিশ্বকাপকে সুরক্ষিত করার জন্য ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুত্বপূর্ণ সেনাবাহিনীগুলোর সঙ্গে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় শুক্রবার ওই দু’টি ব্রিটিশ যুদ্ধজাহাজ এসেছে।’

কিউএনএ জানিয়েছে, ‘ঘাঁটিতে পৌঁছে ওই দু’টি ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্রু বা নাবিকরা কাতার রাজ্যে থাকতে পারার জন্য এবং বিশ্ব ফুটবল ইভেন্টটি সুরক্ষিত করতে ভূমিকা রাখতে পারার জন্য আনন্দ প্রকাশ করেছেন।’

২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর তারিখে। মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বে অনুষ্ঠিতব্য এ প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল-বায়ত স্টেডিয়ামে। কাতার ও ইকুয়েডরের মধ্যে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তেরোটি দেশ এই টুর্নামেন্টটির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিরক্ষা কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুর্কি, ফ্রান্স, জার্মানি, পাকিস্তান এবং অন্যান্য দেশগুলোর সামরিক বাহিনীর সদস্যরা এখন কাতারে আছে। এর আগে বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে তুর্কি ও পাকিস্তানি যুদ্ধজাহাজ ওই একই কাতারি ঘাঁটিতে পৌঁছেছিল।

#এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]