12036

03/15/2025 মিসরে বাস খালে পড়ে ১৯ জন নিহত

মিসরে বাস খালে পড়ে ১৯ জন নিহত

রাজটাইমস ডেস্ক: 

১৩ নভেম্বর ২০২২ ২১:৪৫

মিসরের উত্তরাঞ্চলে একটি বাস খালে পড়ে ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। একটি মহাসড়কে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

দেশটির বিভিন্ন নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, বাসটি প্রায় ৩৫ জন লোক নিয়ে যাচ্ছিল। তখন এটা একটি মহাসড়কে লাইনচ্যুত হয়ে দাকাহলিয়ার উত্তর গভর্নরেটের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে।

এ সময় ওই বাসের ৩৫ আরোহীর মধ্যে অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স/ এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]