12069

04/23/2025 রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

রাজটাইমস ডেস্ক

১৫ নভেম্বর ২০২২ ০৮:৫১

”আগামিতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর ) নগরীর আলুপট্রি এলাকায় ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের আয়োজনে বেলা ১১ টার দিকে একটি শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ইনসুলেন্স বিতরণ করা হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস কল্যান কেন্দ্রের পরিচালক ডা. এফএমএ জাহিদ, সেক্টর কমাডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সেক্টর কমাডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার, আফতাব হোসেন কাজল, দিলীপ কুমার ঘোষ প্রমূখ।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]