05/08/2025 গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে বিএনপির ঢাকায় সমাবেশের অনুমতি
রাজটাইমস ডেস্ক
১৬ নভেম্বর ২০২২ ০৮:০৬
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হবে কিনা, তা গোয়েন্দা প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ডিএমপির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ফারুক হোসেন বলেন, বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে লিখিত যে দরখাস্ত, সেটা আমরা গ্রহণ করেছি। এখন আমরা বিবেচনা করবো তাদের ১০ তারিখে অনুমতি দেয়ার বিষয়টি, কোন ভেন্যুতে দেয়া যায়। বিবেচনা করার পূর্বে আমাদের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আছে, তারা সমাবেশের হুমকি বিশ্লেষণ করে যে প্রতিবেদন দেবে, সেটার পরিপ্রেক্ষিতে বিবেচনা করেই তাদের অনুমতি দেয়া হবে।
#এমএস