12092

04/24/2024 গ্যারেজ চিন্তা-সরদার মুক্তার আলী

গ্যারেজ চিন্তা-সরদার মুক্তার আলী

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২২ ০৮:১৮

গ্যারেজ চিন্তা
-সরদার মুক্তার আলী

ব্যস্ত শহর
গাড়ির বহর
চওড়া রাস্তা
যান ব্যবস্থা।

এক টুকরো জমি
খুব যে দামি
বহুতল ভবন
ভিত্তি স্থাপন।

লেয়াউট কাটে
হইচই চোটপাটে
মিস্ত্রি শ্রমিক
ঘুরে দিগ্বিদিক।

পাথর ভাঙ্গা খোয়া
বালি সিমেন্ট থোয়া
রড এঙ্গেল স্তুপ
তার কাটা রোপ।

অসংখ্য কলাম উঠে
পাঁচ ছয় সাত ফুটে
ছাদের পরে ছাদ
চোখে মুখে আহ্লাদ।

আকাশ ছোঁয়া ভাবে
ছাদ হতে দেখা যাবে
পদ্মার জল ঢেউ
গান গেয়ে যায় কেউ
ছই তোলা নৌকা
মরীচিকার দুষ্ট ধোঁকা।

ছাদে একটা লন
হবে বনভোজন
বন্ধু সজন
গল্প গুঞ্জন।

হঠাৎ দীর্ঘশ্বাসে
মিস্ত্রিরা ছুটে আসে
স্যার স্যার শুনছেন
গ্যারেজটা কি
একটু প্রশস্ত
করে গড়ছেন?

খাটিয়ার পাশে
যদি লোকজন আসে
দাঁড়াতে পারবে কি আয়াসে?

চমকে উঠলো সহসা
মালিকের নির্বাক ভাষা।
রচনা কালঃ ০৩/১১/২০২২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]