12099

05/06/2024 রাশিয়ার বিপক্ষে আনা প্রস্তাবে আবারও ভোট দেয়া থেকে বিরত থাকল বাংলাদেশ

রাশিয়ার বিপক্ষে আনা প্রস্তাবে আবারও ভোট দেয়া থেকে বিরত থাকল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২২ ২০:৩৭

আবারও জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে আনা প্রস্তাবে নিরপেক্ষতা দেখালো বাংলাদেশ। ভোটদানে বিরত থাকা ৭৩ টি দেশের মধ্যে অন্যতম হল বাংলাদেশ। খবর মানবজমিনের।

গত সোমবার (১৪ই নভেম্বর) জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়াকে বাধ্য করার কথাও তাতে বলা হয়েছে।

আল জাজিরা জানাচ্ছে, সোমবারের ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মোট ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানাচ্ছে, এদিন রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত ছিল দক্ষিণ এশিয়ার দেশ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ অনেক দেশ। এ ছাড়া, ইসরাইল এবং ব্রাজিলও ভোটদানে বিরত ছিল।

অন্যদিকে, মোট ১৪টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে: বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।

মানবজমিনের প্রতিবেদনটির লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]