12110

04/23/2025 বিকাশে প্রতারণার টাকা উদ্ধার করে দিল পুলিশ

বিকাশে প্রতারণার টাকা উদ্ধার করে দিল পুলিশ

রাজটাইমস ডেস্ক

১৭ নভেম্বর ২০২২ ০৯:৫৯

আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিকাশে প্রতারণার শিকার হয়ে থানা এলাকার ইসমাইল হোসেন নামের যুবকের টাকা উদ্ধার করে দিয়েছে। মঙ্গলবার উদ্ধারকৃত টাকা প্রতারণার শিকার যুবককে বুঝিয়েদেন পুলিশ।

জানা গেছে, বিকাশের মাধ্যমে এক যুবক ২৪ হাজার ৫০০ টাকা প্রতারণার শিকার হন ইসমাইল। এ বিষয় কাশিয়াডাঙ্গা থানায় লিখিতো অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ।

কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন, পুলিশ সদস্য সাখাওয়াত হোসেনের চেষ্টায় এবং সাইবার ক্রাইম ইউনিট, আরএমপির সহযোগিতায় ওই টাকা উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার প্রতারণার শিকার ইসমাইল হোসেনকে ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধারপূর্বক কাশিয়াডাঙ্গা জোনের এসি আরিফুল ইসলাম উপস্থিতি থেকে হস্তান্তর করা হয়।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]