12112

04/20/2025 লালপুরে নববধূর আত্মহত্যা

লালপুরে নববধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২২ ১০:১২

নাটোরের লালপুরে ফারহানা ইসলাম নুপুর (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেন। বুধবার (১৬ নভেম্বর)দুপুরে লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুপুর একই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী এবং বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের প্রতাবপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেন ওই নবদম্পতি। বিয়ের পর হতেই তাদের উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে হঠাৎই বুধবার দুপুর দেড়টার দিকে নুপুর তার স্বামী ইলিয়াস আলীর উপর অভিমান করে ওড়না দিয়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে দেন। বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]