05/08/2025 হুন্ডিতে টাকা পাঠালে ব্যবস্থা নিবে বিএফআইইউ
রাজটাইমস ডেস্ক
১৭ নভেম্বর ২০২২ ২০:৪০
প্রবাসীরা হুন্ডির মাধ্যমে দেশে পাঠানোয় কমছে রেমিট্যান্স আহরণে সুযোগ। বিশেষভাবে, সংকটময় মুহূর্তে এটি আরও জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। খবর বণিক বার্তার।
এদিকে, হুন্ডিসহ অবৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে) পাঠানো আইনত দণ্ডনীয়। এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।
এজন্য প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের অর্থ দেশে পাঠাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রবাসী বাংলাদেশি ও তাদের স্বজনদের উদ্দেশ্যে বিএফআইইউ বলেছে, আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠান। দেশ গড়ায় আপনারা মূল্যবান অবদান রাখুন। আপনাদের প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন।
অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বিএফআইইউ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।