05/08/2025 বাধ্যতামূলক অবসরে আরও একজন পুলিশ সুপার
রাজটাইমস ডেস্ক
১৭ নভেম্বর ২০২২ ২০:৪৯
আরও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। অবসরে পাঠানো কর্মকর্তা আলী হোসেন ফকির সর্বশেষ খুলনা এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর রাজশাহী রেঞ্চ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। খবর বণিক বার্তার।
বুধবার তার অবসর বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৫ ব্যাচের এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও তিনি নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন।
এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন সিআইডির মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদপ্তরের দেলোয়ার হোসেন মিয়া এবং মো. শহিদুল্লাহ চৌধুরী।
এছাড়া ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজি-কে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। তারা হলেন ট্যুরিস্ট পু্লিশের মো. মাহবুব হাকিম এবং সিআইডির মো. আলমগীর আলম। এরও আগে ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।