12123

04/20/2025 বিআরটিসির বাস খাদে পড়ে ৩০ জন আহত

বিআরটিসির বাস খাদে পড়ে ৩০ জন আহত

রাজটাইমস ডেস্ক: 

১৮ নভেম্বর ২০২২ ০২:৫১

শরীয়তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওই বাসটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে ১২টার দিকে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস‌কে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
প্রাথমিক অনুসন্ধানে বাসের ভেতরে কেউ আটকা নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসেন। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]