1217

03/15/2025 অধ্যক্ষ গোপাল হত্যা মামলায় সাজা কমল মৃত্যুদন্ডপ্রাপ্তদের

অধ্যক্ষ গোপাল হত্যা মামলায় সাজা কমল মৃত্যুদন্ডপ্রাপ্তদের

রাজটাইমস ডেস্ক

৬ অক্টোবর ২০২০ ১৯:০৯

চট্টগ্রামে চাঞ্চল্যকর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

দন্ড হ্রাস পাওয়া আসামিরা হলো– তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।

মঙ্গলবার (০৬ অক্টোবর) জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভার্চুয়াল কোর্ট এ রায় দেন।

আপিল বিভাগের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আপিল মামলায় আসামিপক্ষের কৌশুলী ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

প্রসঙ্গত, ২০০১ সালের নভেম্বরে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হন নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী। চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় তাকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

এই হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন দণ্ড দেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]