12198

04/20/2024 পুঠিয়ায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুঠিয়ায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজটাইমস ডেস্ক

২২ নভেম্বর ২০২২ ০০:০১

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি পুঠিয়া থানা পুলিশের। খবর ঢাকা মেইল। 

এ ঘটনায় সোমবার (২১ নভেম্বর) সকালে পুঠিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ১৩/১৪ জন বিএনপি নেতার নাম উল্লেখসহ বাকিদের অজ্ঞাতনামা হিসেবে মামলা দায়ের হয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা রোববার গভীর রাতে নাশকতার পরিকল্পনা করতে শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে সমবেত হোন।

সেখানে এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে। এ ঘটনায় ১৩ থেকে ১৪ জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাতনামা করে মামলা করা হয়েছে। গ্রেফতারের স্বার্থে এখনই কারো নাম বলা যাচ্ছে না। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

তবে নাশকতার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন।

তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]