12219

05/09/2025 ‘২১ আগস্টের হামলার দুই আসামিকে ফিরিয়ে আনতে দ. আফ্রিকার সাথে আলোচনা হয়েছে’

‘২১ আগস্টের হামলার দুই আসামিকে ফিরিয়ে আনতে দ. আফ্রিকার সাথে আলোচনা হয়েছে’

রাজটাইমস ডেস্ক

২৩ নভেম্বর ২০২২ ১০:১৭

দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যানডিথ মাশেগো দেলামিনিরকে আহ্বান জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২২ নভেমবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বলেন, বৈঠকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জ্বালানি সহায়তা বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা হাইড্রো এনার্জি দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে চায় বলেও জানান তিনি।

কয়লা আমদানিতে দক্ষিণ আফ্রিকার সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান শাহরিয়ার আলম। অন্যদিকে, ক্যানডিথ মাশেগো দেলামিনির বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা রাজনৈতিক ও সামাজিকভাবে কাছাকাছি অবস্থানে আছে। বিষয়টি ব্যবসায়িকভাবেও সহযোগিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]