05/09/2025 জঙ্গিরা ভিপিএন ব্যবহার করে থাকতে পারে, তাই আগাম তথ্য মেলেনি: সিআইডি প্রধান
রাজটাইমস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ১০:২৭
জঙ্গিরা ভিপিএন ব্যবহার করে যোগাযোগ করতে পারে বলে ধারণা করছে সিআইডি। তাই জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে আগাম কোনো গোয়েন্দা তথ্য মেলেনি বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোহাম্মদ আলী মিয়া।
এ সময় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস এর আড়ালে হুন্ডি ব্যবসা চলছে বলে জানান সিআইডি প্রধান। এ ঘটনায় ৬ জনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সিআইডি প্রধান বলেন, চক্রটি গত তিন মাসে হুন্ডির মাধ্যমে প্রায় তিন কোটি টাকা পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে। ৩ উপায়ে চক্রটি এই হুন্ডির টাকা পাচার করতো। অভিযানে হুন্ডি কারবারীদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি ট্যাব জব্দ করা হয়।
#এমএস