04/20/2025 সৌদির কাছে আর্জেন্টিনার হার, মৃত্যুর কাছে হার মানলের এক সমর্থক
রাজটাইমস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ২১:১১
বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাকে কাউছার জাবেদ ওরফে কাকন (৫০) নামরের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুর গুজব উঠেছে। কুমিল্লার বুড়িচংয়ে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। খবর যুগান্তরের।
কাউছার জাবেদ বুড়িচংয়ের উপজেলার শিকারপুর গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে। সৌদি আরব দ্বিতীয় গোল করার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে বিছানায় ঢলে পড়েন।
ময়নামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু নাছের যুগান্তরকে বলেন, বিকাল চারটায় তাদের সঙ্গে কাউসার খেলা দেখতে বসেন। খেলার ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব। তখন কাউছার বুকে তীব্র ব্যথা অনুভব করে তার (আবু নাছের) কোলে ঢলে পড়েন।
দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিকারপুর গ্রামের বাসিন্দারা বলেন, কাউছার আর্জেন্টিনা ফুটবল দলের প্রচণ্ড সমর্থক ছিলেন। লিওনেল মেসি ও ডি মারিয়া তার পছন্দের খেলোয়াড়।
প্রিয় দলের পরাজয়টা তিনি সহ্য করতে পারেননি।এর আগে অফসাইডের কারণে কয়েকটি গোল বাতিল হওয়ায় তার মন খারাপ হয়ে যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন।
বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে সৌদি আরব। খেলার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন।
৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল-শেহরি। ৫৩ মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। এর মাধ্যমে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজয়ের যাত্রা থেমে যায়।