1224

03/17/2025 পবায় পালিত হল জাতীয় জন্মনিবন্ধন দিবস

পবায় পালিত হল জাতীয় জন্মনিবন্ধন দিবস

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২০ ০০:২৭

রাজশাহীর পবা উপজেলায় পালিত হল জাতীয় জন্ম নিবন্ধন দিবস।

মঙ্গলবার (০৬ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

'নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমিন আরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারি কমিশনার নিশাত আনজুম অনন্যা, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার তারিকুল ইসলাম, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, পবিরার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী, ইউপি সচিব এবং উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]