1233

09/19/2024 সৌদি এয়ারলাইনস: জটলা নেই, স্বল্প প্রবাসীর উপস্থিতি

সৌদি এয়ারলাইনস: জটলা নেই, স্বল্প প্রবাসীর উপস্থিতি

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২০ ১৮:৩৮

রাজধানীর হোটেল সোঁনারগাওয়ে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের সামনে সব সময় লক্ষ্য করা গেছে সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়।

কিন্তু ভিন্ন এক চিত্র দেখা গেছে বুধবার (০৭ অক্টোবর)। এইদিন সেই চেরচেনা ভিড নেই হোটেল ফটকে। সকাল ৯টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন প্রবাসীরা।

এয়ারলাইনস পক্ষ থেকে পূরণকৃত ফরমগুলো যাচাই করে যাদের ম্যাসেজ দেওয়া হয়েছে, তারাই শুধু টিকিট নিতে এসেছেন।

টিকেটের জন্য আসা প্রবাসীদের চেহারায় আগের মত তেমন উদ্বেগ আর উৎকন্ঠা নেই। তারা বলছেন, আগের চেয়ে সহজে টিকিট পাচ্ছেন। ভোগান্তিও কমেছে অনেকটা।

সরেজমিন দেখা যায়, কেউ লাইনে দাঁড়িয়ে কেউ বা বসে হোটেল ফটকে অপেক্ষা করছেন। ঠিক কতজনকে টিকিট দেওয়া হবে, সেই তথ্য জানায়নি সৌদি এয়ারলাইন্স।

জানা গেছে, যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদের আগেভাগে টিকেট দেয়া হচ্ছে। এ নিয়মেই গত ক'দিন ধরে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।

টিকেটের জন্য এয়ারলাইনস অফিসে আসা সুফিয়া নামের এক প্রবাসী বলেন, তার ভিসার মেয়াদ কম। রোববার (৪ অক্টোবর) ফরম পূরণ করে জমা দিয়েছিলেন। বুধবার তাকে ডাকা হয়েছে টিকিটের জন্য।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর এয়ারলাইনস কর্তৃপক্ষ সব সৌদি প্রবাসীদের টোকেনের জন্য ডাকলে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশী মানুষের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।
খবর-বাংলানিউজ


এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]