04/04/2025 রাজশাহীতে কবিচত্ত্বর প্রকাশিত খোলা পাতার মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২২ ০৩:০১
ছোটো কাগজ মানেই সাহিত্যের উর্বর ক্ষেত্র, কথা বলার উন্মুক্ত মাঠ। এখানে নিজের ইচ্ছেমতো খেলা যায়। অবাধ স্বাধীনতা থাকে। লেখক-সম্পাদক তৈরি একটি উর্বর ক্ষেত্র এটি। সাহিত্যের একটি ছোট ভাঁজপত্রও সেই একই ভূমিকা পালন করতে সক্ষম। ফোল্ডার বা ভাঁজপত্র প্রকাশনারও গুরুত্ব অনস্বীকার্য।
কবিচত্ত্বর রাজশাহী প্রকাশিত খোলাপাতা প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।
কবি আবদুর রাজ্জাক রিপনের সঞ্চালনায় পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবিচত্ত্বর সভাপতি কবি ও গল্পকার শেখ তৈমুর আলম।
এসময় আলোচনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী আজহারুল ইসলাম রনি, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, ইতিহাস গবেষক মুহাম্মদ জোহরুল ইসলাম, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল প্রমুখ।
এনএ