1235

03/13/2025 হচ্ছে না ২০ সালের এইচএসসি

হচ্ছে না ২০ সালের এইচএসসি

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২০ ২০:৩৭

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই বছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে অনলাইন এক ব্রিফিং-এ এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রী দীপু মণি।

এইচএসসি পরীক্ষার্থীদের তাদের পূর্বের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় অনলাইন ব্রিফিং এ উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

প্রসঙ্গত, দেশে মহামারী প্রাদুর্ভাব শুরু হওয়ায় গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

এইচএসসি পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্ধে থাকার পর সরকার এই সিদ্ধান্তে আসে। এর আগে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা নেয়া যায় কিনা তা নিয়ে এতদিন নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছিল।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]