12351

05/09/2025 নয়াপল্টনেই সমাবেশের অনুমতি দিতে হবে: মির্জা ফখরুল

নয়াপল্টনেই সমাবেশের অনুমতি দিতে হবে: মির্জা ফখরুল

রাজটাইমস ডেস্ক

১ ডিসেম্বর ২০২২ ০৯:৪৫

নয়াপল্টনেই সরকারকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ভিত হয়ে নতুন করে গায়েবি মামলায় আটক করছে বিএনপি নেতাকর্মীদের। আর মামলা হামলায় আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, জনগণকে উস্কানি দিয়ে সংঘাতের পথে যাবেন না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, এ আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। তাই সরকারকে সিদ্ধান্ত বদল করে শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]