1237

09/19/2024 পুলিশি বাধায় ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিল

পুলিশি বাধায় ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিল

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২০ ২২:৩৭

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) ভিপি নুরের নেতৃত্বে ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিল শাহবাগ মোড়, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন ঘুরে জিরো পয়েন্টে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।   

এ সময় বিক্ষুব্ধরা বাধাপ্রাপ্ত হয়ে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে।  

এ সময়' ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা' র ব্যানারে অংশগ্রহণকারীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা দেশের এই বিদ্যমান পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

ধর্ষণের বিরুদ্ধে সবাইকে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে ঢাবি ভিপি নূরুল হক নূর বলেন আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ধর্ষণ করা হয়েছে, বিচার বিভাগকে ধর্ষণ করা হয়েছে, ভোটাধিকারকে তারা অনেক আগেই ধর্ষণ করেছে। আজ যদি ধর্ষণের বিরুদ্ধে আমরা গণ-আন্দোলন গড়ে তুলতে না পারি, এই ধর্ষণ বন্ধ হবে না। খবর-বাংলানিউজ

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]