03/15/2025 রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
রাজটাইমস ডেস্ক
৮ অক্টোবর ২০২০ ০৮:০৪
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১১ টায় উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাত ১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ৭ ব্লকে আগুন দেখতে পাওয়া যায়। পরে এই আগুন উখিয়া টিভি টাওয়ারের পেছনের অনেক রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকান্ডে কোনরুপ প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায় নি। আগুনের কারণে ভয়ে ঐ ক্যাম্পের রোহিঙ্গারা দিকবেদিক পালিয়ে যাচ্ছেন।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর একটি সূত্র। তারা জানায়, আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। খবর-যুগান্তর