12443

04/26/2024 রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০২২ ০৬:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৬ নভেম্বর) বেলা ১২টায় ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে ‘Political Ideas of Rabindranath Tagore’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মুখার্জী।

অনুষ্ঠানে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অধ্যাপক সুব্রত মুখার্জীকে বিভাগের পক্ষ থেকে স্মারক প্রদান করেন।

এচাড়াও সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]