12444

04/24/2024 রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাবি প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০২২ ০৭:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের তিনদিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র স্থপতি মইনুল আবেদীন। এই অনুষ্ঠানে উপাচার্য শিল্পকর্ম প্রতিযোগিতায় বিজয়ী বিভাগের শিক্ষার্থী-শিল্পীদের পুরস্কার প্রদান করেন।

উদ্বোধন শেষে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে উপাচার্য বলেন, শিল্পধারায় মৃৎশিল্প ও ভাস্কর্য এক বিশিষ্ট স্থান করে নিয়েছে। দেশে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীরা আজ পেশাগত ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখছেন।

শিল্প সৃষ্টি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পণ্যে আজ তাদের দক্ষতার প্রতিফলন দেখা যায়। বিভাগের প্রতিযোগিতায় যে শিক্ষার্থী-শিল্পীরা পুরস্কৃত হলো তা অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকলো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীতে বিভাগের শিক্ষার্থীদের মৃৎশিল্প ও ভাস্কর্যের বিভিন্ন মাধ্যমের প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]