12445

05/05/2024 বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৭ ডিসেম্বর ২০২২ ০৯:২৭

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আগামীবৃ হস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।

প্রথম তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশে অবস্থানরত ৬২ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]