03/17/2025 নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন: আরও একজন গ্রেফতার
রাজটাইমস ডেস্ক
৮ অক্টোবর ২০২০ ১৭:৪৮
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাইনুদ্দিন সাহেদ (৫১) বলে জানা গেছে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, (বুধবার ০৭ অক্টোবর) রাতে বেগমগঞ্জের একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এই ঘটনায় মোট দশ আসামীকে গ্রেপ্তার করা হল।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যায় এক বর্বর ঘটনা। গত ২ সেপ্টেম্বর উপজেলার একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনী ও তার সঙ্গীরা।