12511

05/10/2025 ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা

ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা

রাজটাইমস ডেস্ক: 

১২ ডিসেম্বর ২০২২ ০৪:৪৩

মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি ২০২২ সালে ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম অবস্থানে আছেন। গত বছর এ তালিকায় তিনি ৪৩তম স্থানে ছিলেন।

শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিনি চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেলে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

চূড়ান্ত মেয়াদে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা এবং সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে ফোকাস করার পরিকল্পনা করেছেন।

ফোর্বসের এ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে রাখা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে। এরপর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]