12535

09/04/2025 কোয়াশা তবুও

কোয়াশা তবুও

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২ ২৩:৫৬

কোয়াশা তবুও

সরদার মুক্তার আলী

দীর্ঘ রাত্রি শেষে গাঢ় কোয়াশা

দিবসের অনেকটাই পেরিয়ে গেছে

তোষকের উপরে লেপের মাঝে ভাবছো

সূর্যটা বুঝি উঠবে না আর।

কিন্তু সূর্যটা তার আপন অবয়বে

ঠিকই দেখা দেবে এটাই চিরন্তন সত্য কথা।

তোমার সীমাবদ্ধ ভাবনার জগতে

হয়তো তোমার নিজেকে ভাবছো মহারাজা

তোমার পাপের প্রায়শ্চিত্তে মালিক

কিন্তু তোমাকে ঠিকই দেবেন সাজা।

কুয়াশা ঠিকই কাটবেবি

বিস্তীর্ণ বনভূমিতে পাখ পাখালি ডাকবে

মজলুম মানবতা ঠিকই জাগবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]