03/15/2025 নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন: মামলা পিবিআই-এ স্থানান্তর
রাজটাইমস ডেস্ক
৯ অক্টোবর ২০২০ ০৭:১৬
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার চাঞ্চল্যকর মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআইয়ের কাছে জেলার বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলা ও পর্নগ্রাফির চাঞ্চল্যকর মামলাটি ও হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়য, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দু’টি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এরআগে মামলা দু’টি বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিল।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দেশে ঘটে যায় এক বর্বর ঘটনা। একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে স্থানীয় দেলোয়ান বাহিনী ও তার সাঙ্গপাঙ্গরা। খবর-যুগান্তর