12552

04/20/2025 রাজশাহীতে দেড়শ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীতে দেড়শ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২২ ০৪:২৭

রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দেড়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে। বাকিদের অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজাহারভূক্ত আসামী। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

মঙ্গলবার দুপুরে নগরীর দড়িখরবোনা এলাকায় জামায়াতে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন।  

এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, ওই ঘটনার পর পরই নগরজুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিশ।  কিন্তু পরবর্তিতে যেন আর কোনো হামলা পুলিশের ওপর চালাতে না পারে শিবির ক্যাডাররা তার জন্য সতর্কতা জোরদার করা হয়েছে। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]