05/12/2025 কারাগারে বই নিয়ে মির্জা ফখরুলের সাথে দেখা করলেন স্ত্রী
রাজটাইমস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২ ০৮:০৮
কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে দেখা করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। এসময় তিনি তার জন্য বই নিয়ে যান।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উত্তরার বাসা থেকে রওনা দিয়ে কেরানীগঞ্জ কারাগারে পৌঁছান রাহাত আরা। এদিন বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
গণমাধ্যমের সাথে আলাপকালে রাহাত আরা জানান, মির্জা ফখরুলের মনোবল ভালো আছে। কিছু ওষুধপত্র ও কিছু খাবারসহ বই দিয়ে এসেছেন।
তিনি বলেন, প্রথম তিনদিন মির্জা ফখরুল ডিভিশন পাননি। কারাগারে খুব খারাপভাবে ছিলেন তিনি। মঙ্গলবার ডিভিশন পেয়েছেন। যেহেতু একটি বড় দলের মহাসচিব তিনি, পাশাপাশি শিক্ষক মানুষ। তাই পড়ার জন্য কিছু বই দিয়ে এসেছি।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নেয় ডিবি পুলিশ। এর ৮ ঘণ্টা পর ডিবির পক্ষ থেকে তাকে তুলে নেয়ার কথা জানানো হয়। দুপুরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর সেখান থেকে কারাগারে পাঠানোর নির্দেশনা আসে।
#এমএস