03/14/2025 শহীদ বুদ্ধিজীবী দিবসে রাবি প্রেসক্লাবের শ্রদ্ধা
রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২ ০৯:০৮
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাব চত্বরে এই মোমবাতি প্রজ্বলন করেন তারা। শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মেশকাত মিশু, সাবেক সহ-সভাপতি আবু বকর অন্তু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সজল তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে।’ এরই ধারাবাহিকতায় তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। এটি ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে।
তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৪ই ডিসেম্বর নির্মমভাবে হত্যার শিকার হওয়া সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করি। এবং একজন কলম সৈনিক হিসেবে দেশকে এগিয়ে নিতে শহীদ বুদ্ধিজীবীদের উত্তরসূরী হিসেবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এসময় প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহজালাল তুহিন, দপ্তর সম্পাদক শোয়াইব শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল, ক্রীড়া সম্পাদক আসিক আদনান, কার্যনির্বাহী সদস্য মনির হোসেন মাহিনসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।