12569

05/14/2025 ফারদিনের মৃত্যু নিয়ে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে

ফারদিনের মৃত্যু নিয়ে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে

রাজটাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২২ ২৩:০২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা জানিয়েছে ফারদিন আত্মহত্যা করেছে। এদিকে, ডিবির এমন সিদ্ধান্ত মানতে পারছে না ফারদিনের বাবা। 

এর দাবি, ফারদিন নুর পরশকে হত্যা করা হয়নি, তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। ডিবি’র এমন দাবি মানতে নারাজ নিহতের বাবা কাজী নুর উদ্দিন। তার দাবি- পরিকল্পিত হত্যার পর আত্মহত্যার নাটক সাজাচ্ছে। গতকাল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ফারদিনের আত্মহত্যার আলামত দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন কাজী নুর উদ্দিন। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব-অনটনের মধ্যদিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তিনি প্রশ্ন রেখে বলেন, ঘটনার দিন বুয়েটের উদ্দেশ্যে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল এবং শেভ করেছিল। আত্মহত্যার আগে কি কেউ চুল কাটায়, শেভ করে? এ সময় কাজী নুর উদ্দিন ছেলের দু’টি ছবি দেখান উপস্থিত সাংবাদিকদের। বলেন, আমি ফারদিনের লাশ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্যই শুরু থেকে নানা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে।

এ সময় তিনি সুলতানা কামাল ব্রিজে উপস্থিত সাংবাদিকদের যেতে অনুরোধ করে বলেন, আমি ব্রিজ থেকে লাফ দেবো এরপর আপনারা দেখেন লাফ দিলে কতোটা আঘাত লাগে। ক্ষোভ জানান বুয়েট প্রশাসনের প্রতিও। বলেন, বুয়েটের ভিসি এবং প্রশাসন কি জানতো, ফারদিন আত্মহত্যা করেছে, যে কারণে তারা আমার পরিবারকে সান্ত্বনা পর্যন্ত দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে দেখাও করেননি। আমার ছেলে বুয়েটে ভর্তি না হলে এমন পরিণতি হতো না। উল্লেখ্য, গত ৭ই নভেম্বর ফারদিনের লাশ পাওয়ার পর ময়নাতদন্ত করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ। পরে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ফারদিনের মাথার বিভিন্ন অংশে আঘাত পাওয়া গেছে। বুকের ভেতরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি অবশ্যই হত্যাকাণ্ড।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]