12574

03/15/2025 ফ্রান্সে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ ১০ জনের মৃত্যু

ফ্রান্সে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ ১০ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক: 

১৭ ডিসেম্বর ২০২২ ০২:৫৮

শুক্রবার ওই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় দক্ষিণ-পূর্ব ফ্রান্সে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এ সময় অনেকে আহতও হয়েছেন।

রোন অঞ্চলের গণমাধ্যম ‘দ্যা প্রিফেকচার’ এক বিবৃতিতে জানিয়েছে, লিয়নের শহরতলির ভল্ক্স-এন-ভেলিনের সাততলা আবাসিক ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ভোরের দিকে ওই ভবনে আগুন লাগে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের আগুন নেভানো হয়েছে। আগুর লাগার কারণ এখনো জানা যায়নি।

দ্যা প্রিফেকচার আরও জানিয়েছে, ‘এ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন মারা গেছেন। আহত চারজনের অবস্থা গুরুতর। এছাড়া দু'জন দমকলকর্মীসহ আরও ১০ জন সামান্য আহত হয়েছেন।’

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনের আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com