05/11/2025 আজকের এক্সক্লুসিভ বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২ ২১:৪৯
১. ধীরে ধীরে ভারী হচ্ছে বাংলাদেশের ঋণের পাল্লা
সময়ের আবর্তে ক্রমে ভারী হয়ে উঠছে বাংলাদেশের ঋণের পাল্লা। শুধু এই বছরই পরিশোধ করতে হবে দেড় হাজার কোটি ডলার। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ১২৭০ কোটি ডলারের। বাকি ২১৫ কোটি ডলার দীর্ঘমেয়াদি ঋণের। খবর যুগান্তরের।
২. ব্যাংক ঋণের অভাবে বাড়ছে পোলট্রি শিল্পে উৎপাদন খরচ
দেশে চাহিদার অন্যতম শীর্ষে রয়েছে পোলট্রি শিল্প। মাংস চাহিদার অধিকাংশ চাহিদা মেটায় এই শিল্প। পোলট্রি শিল্পের সংশ্লিষ্টরা ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তাদের বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। ফলে বাজারে ডিম ও মুরগির মাংস অনেক চড়া মূল্যে বিক্রি হচ্ছে। খবর যুগান্তরের।
৩. পিতা-মাতার ভরণপোষণ আইন, এখনো তৈরী হয়নি বিধিমালা
২০১৩ সালে পিতা-মাতার ভরণপোষণ আইন পাস হলেও তা কার্যকরে এখনো বিধিমালা তৈরী হয় নি। সামাজিক বিশৃঙ্খলায় এই আইনটির কার্যকারিতার আরো প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। খবর যুগান্তরের।
৪. পোশাক শিল্পের নিট রফতানি জিডিপির মাত্র ৫ শতাংশ
দেশে রফতানি আয়ের সিংহভাগ জুড়ে আছে তৈরি পোশাক শিল্প। কর্মসংস্থান মেটানোর দিক থেকেও শীর্ষে এই শিল্প খাত। ফলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড এই শিল্প। যদিও দেশের মোট জিডিপিতে তৈরি পোশাকের নিট রফতানির অবদান খুবই কম। খবর বণিক বার্তার।
৫. ওষুধের কাঁচামাল পড়ে আছে বন্দরে
জরুরি পণ্য হিসেবে ওষুধের কাঁচামাল ও যন্ত্রপাতি দ্রুত খালাস হওয়ার নিয়ম থাকলেও সরকারি কোম্পানি এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের পণ্য দেড় মাস ধরে পড়ে আছে বন্দরে। এসব পণ্যের শুল্কায়ন করেনি কাস্টম হাউস। কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের বাধার মুখে কাস্টমস শুল্কায়ন করছে না বলে অভিযোগ করেছেন পণ্য খালাসে নিয়োজিত সরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি। খবর প্রথম আলোর।