12593

03/14/2025 রাবিতে ২ দিন ব্যাপী 'মুক্তিযুদ্ধ ও বিজয়' চিত্রকর্ম প্রদর্শনীর সমাপ্তি

রাবিতে ২ দিন ব্যাপী 'মুক্তিযুদ্ধ ও বিজয়' চিত্রকর্ম প্রদর্শনীর সমাপ্তি

রাবি প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২ ০৮:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) রাজশাহী চ্যাপ্টার এর উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী চিত্র কর্ম প্রদর্শনী শেষ হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ২৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ীরা হলেন- আফ্রুকুননাহার তানিয়া, তানভীর ইমাম, ইসরাক রাফি তাসফি এবং বিশেষ পুরস্কার পেয়েছেন পলাশ চাঙমা।

চিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিলো। তরুণ চিত্রশিল্পীদের তুলিতে আঁকা বিজয় ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম দেখতে ভিড় করেছিলো অসংখ্য মানুষ। কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছিলো বুদ্ধিজীবী চত্বরের আঙিনা।

এসময় উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ড. হুমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন জেসিআই রাজশাহী চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওন এবং নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাসেল সরকার, ছাত্র উপদেষ্ঠা এম. তারেক নূর এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মনিমুল হক, অধ্যাপক ড. রুকসানা বেগম , সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, স্টার সোসাইটির ডিরেক্টর সুমাইয়া রহমান কান্তি।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিপট এবং বিজয় উদযাপনে তরুণ চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে আর্ট এক্সিবিশন ১৬ ও ১৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সকালে রাবি উপাচার্য প্রফেসর ড গোলাম সাব্বির সাত্তার এই প্রদর্শনীর উদ্ভোধন করেন।

সামগ্রিক আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড এবং ম্যাক্রোম্যান সল্যুশন। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টার সোসাইটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]