12605

03/15/2025 পাকিস্তানে পুলিশ স্টেশনে অতর্কিত হামলায় নিহত ৪

পাকিস্তানে পুলিশ স্টেশনে অতর্কিত হামলায় নিহত ৪

রাজটাইমস ডেস্ক: 

১৯ ডিসেম্বর ২০২২ ০৪:১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) লাকি মারওয়াতের বুর্গি থানায় রোববার (১৮ ডিসেম্বর) ভোরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দেশটির অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অনেকে। পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

হামলায় নিহতদের মধ্যে রয়েছে কনস্টেবল ইব্রাহিম, ইমরান, খাইরুর রহমান এবং সাবস আলি।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ জানান, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে এবং ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট জঙ্গিদের সঙ্গে লড়াই করে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, যেই থানায় হামলার ঘটনা ঘটেছে তা একটি দূরবর্তী এলাকায় অবস্থিত এবং লাক্কি শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) এই হামলার জন্য সন্দেহ করছে।

হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। নাশকতাকারীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]