12618

09/20/2024 মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৯

মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৯

রাজটাইমস ডেস্ক: 

২০ ডিসেম্বর ২০২২ ০২:৩৬

নিহত ২৪ জনের মধ্যে সাত শিশু ও ১৩ জন নারী রয়েছে। কর্তৃপক্ষ এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার লাইসেন্সবিহীন ক্যাম্প এলাকায় ভূমিধসের ঘটনায় এক নারী ও দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।

সেলাঙ্গর রাজ্যের দমকল বাহিনীর প্রধান নোরাজাম খামিস সাংবাদিকদের বলেন, এক মিটার কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচে মা ও ছেলের মৃতদেহ পাওয়া গেছে। পরে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন যে, শুধু কাদামাটি ও ধ্বংসাবশেষের পরিবর্তে ডালপালা বা পাথরের ফাঁকফোকর থাকলে জীবিতদের খুঁজে পাওয়া সহজ হত। কিন্তু সে সম্ভাবনা কম।

দেশটির কর্মকর্তারা জানান, রাজ্যের একটি জৈব খামারে ক্যাম্প এলাকায় তাঁবু খাটিয়ে ৯৪ জন ঘুমাচ্ছিলেন। ওই এলাকার ৩০ মিটার উঁচু থেকে একটি সড়ক ধসে পড়লে ক্যাম্প এলাকার প্রায় এক একর জায়গা মাটিচাপা পড়ে। বেশিরভাগ পরিবারই বছরের শেষে ছুটি উপভোগ করছিল।

নিহত ২৪ জনের মধ্যে সাত শিশু ও ১৩ জন নারী রয়েছে। কর্তৃপক্ষ এখনও অভিযান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্ত করার জন্য আত্মীয়দের অপেক্ষা করছে।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]