03/17/2025 ধর্ষণ-হত্যার প্রতিবাদে নগরীতে ইসার বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২০ ২৩:০৫
ধর্ষণ, হত্যা ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ নগরীতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখা। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী নগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ফয়সাল হোসেন মনি, তারিফ উদ্দীন, বোরহান উদ্দীন, মরসেদ আলম ছাত্র নেতা জহিরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, শাসক শ্রেণির হাতে নারী ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি অমানবিক নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে কোথায় কোন নিরাপত্তা নেই। দেশটা যেন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। দেশের এ অবস্থা হতে উত্তরণের জন্য এখন ন্যায়, নিষ্ঠা, আদর্শবান নেতার প্রয়োজন। যিনি আমাদের অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবেন। দেশে আজ যে ভাবে অপরাধ বেড়েছে, এটা মেনা নেওয়া যায়না। অপরাধীরা ধরা ছোয়ার বাইরে। তারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করেন।
আন্দালীব