03/17/2025 ধর্ষণ দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজ টাইমস ডেস্ক
১০ অক্টোবর ২০২০ ০০:২৩
গৃহবধুকে ধর্ষণের দায়ে আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তার বিরুদ্ধে পাশের উপজেলার রামপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও দেখিয়ে জিম্মি করে কয়েক লাখ টাকা আত্মসাত করার অভিযোগে চাটমোহর থানায় মামলা করেন ওই গৃহবধূ।
পুলিশ জানায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের জনৈক ব্যক্তি দুই বছর আগে প্রবাসে পাড়ি জমান। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পাশের নাজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। এছাড়া ওই গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকাও গোলজার হোসেন হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ওই নারী।
পরে টাকা ফেরত না দিলে ওই গৃহবধূ গোলজার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ধর্ষণ মামলা করেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি গোলজার হোসেনকে গ্রেপ্তার করে।