03/17/2025 পুলিশী বাধায় শিক্ষার্থীদের সমাবেশ পণ্ড
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২০ ০০:৩৬
শুক্রবার সকালে রাজশাহী নগরীতে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী সমাবেশ করতে গেলে পুলিশী বাধায় তা পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী, রাজশাহী, সিলেটসহ দেশব্যাপী সংগঠিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শিক্ষার্থীরা সমাবেশ করতে যায়।
সাধারণ শিক্ষার্থী সাহেববাজার বড় মসজিদের সামনে জড়ো হতে শুরু করে। তখন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনসহ পুলিশের একটি দল বাধা দেয়। পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা সমাবেশ না করে ফিরে যান।