1275

11/02/2025 সিঙ্গাপুর রুটে ফ্লাইট চলাচল ২০ অক্টোবর থেকে

সিঙ্গাপুর রুটে ফ্লাইট চলাচল ২০ অক্টোবর থেকে

রাজটাইমস ডেস্ক

১০ অক্টোবর ২০২০ ১৮:৪০

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অচল হয়ে থাকা ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট চালু হবে আগামী ২০ অক্টোবর।

তবে একেবারে পুরোদমে চলবে না ফ্লাইট। প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।  

সিঙ্গাপুর এয়ারলাইনস আরো জানায় আগামী ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।

যাত্রীদের করোনা সার্টিফিকেট না লাগলে ও পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে।

ফলশ্রুতিতে, সিঙ্গাপুর অভিমুখী যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা। খবর-বাংলাদেশ প্রতিদিন

  • এসএইচ

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]