03/17/2025 চারঘাটে এবার আরেক ভ্যানচালক খুন!
রাজটাইমস ডেস্ক
১০ অক্টোবর ২০২০ ২০:৪৬
রাজশাহীর চারঘাট উপজেলায় এক ভ্যানচালকের নিহতের দুইদিনের মাথায় দুবৃর্ত্তদের হামলায় নিহত হলেন আরেক ভ্যানচালক।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকার সাধারন মানুষের মনে আতংক দেখা দিয়েছে।
নিহত ভ্যানচালক উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জালাল উদ্দীন (৬০)।
পারিবারিক সূত্রে ঘটনার বিষয়ে জানা যায়, ভ্যানচালক জালাল উদ্দীন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দ্যেশ্যে ভ্যান নিয়ে বের হয়ে যান। এরপর সন্ধ্যায় প্রায় ৭ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের সরদহ-ঝিকরা রাস্তায় বালিয়াডাঙ্গা নামক স্থানে দুর্বৃত্তের ছুরিতে আহত হয়। আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে চারঘাট মডেল থানা পুলিশ।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের ছেলে মানিক (২৮) বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
উদ্ধারকৃত মারদেহটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু। তিনি বলেন, নিহত জালাল উদ্দীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ময়না তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।