12798

05/11/2025 ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম নিয়ে সিদ্ধান্ত না হলে ব্যালটে ভোট —নির্বাচন কমিশনার

১৫ জানুয়ারির মধ্যে ইভিএম নিয়ে সিদ্ধান্ত না হলে ব্যালটে ভোট —নির্বাচন কমিশনার

রাজটাইমস ডেস্ক

২ জানুয়ারী ২০২৩ ২১:১১

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত। ১৫ জানুয়ারির পর হলে খুবই কঠিন হবে ইভিএমে ভোট নেয়া। ইভিএমে না হলে ব্যালটেও ভোট করার জন্য প্রস্তুত ইসি। খবর বণিক বার্তার। 

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এ কথা জানান।

নির্বাচন কমিশন ইভিএম প্রকল্পে ১ হাজার ৩০০ জনবল চেয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে মাত্র ১৩ জন দেয়ার বিষয়ে মত দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ইভিএমের জনবল পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে। মাত্র ১৩ জন লোকবল দিয়ে ইভিএমে ভোট পরিচালনা সম্ভব নয়। ইভিএমের প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত। ১৫ জানুয়ারির পর হলে খুবই কঠিন হবে ইভিএমে নেয়া। আনিছুর রহমান জানান, ইভিএমে না হলে ব্যালটেও ভোট করার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ‘রংপুরে অস্বাভাবিকভাবে ভোটের ধীরগতির কারণ খতিয়ে দেখা হবে।

আনিছুর রহমান বলেন, রাজনৈতিক সমঝোতা হবে বলেই আশাবাদী কমিশন। নির্বাচনে সব দলকে আনতে চেষ্টা করে যাবে ইসি। তবে কাউকে আনার দায়িত্ব ইসির নয়। যেকোনো সরকার কাঠামোতেই ভালো নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন করা যায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপ করবে না ইসি। পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।

আগামী ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, এ বছরের পুরোটাই জাতীয় নির্বাচনের কর্মযজ্ঞ চলবে। এখন থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াবে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির মধ্যে আইনি কাঠামো নির্ধারণ করা হবে। মে মাসের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে। জুনের পর ভোটকেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। ভোটকেন্দ্রের বিষয় সমাধান হতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। ২৩ জুনের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]