03/17/2025 রাজশাহীতে মাতলামি করায় আ.লীগ নেতাকে গণধোলায়
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২০ ০৫:১৫
রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে মদ খেয়ে মাতলামি করায় সালাউদ্দিন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গণ পিটুনি দিয়ে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়াপাড়া এলাকার মো সালাউদ্দিন (৪০) প্রায়ই মদ খেয়ে মাতলামি করেন।
শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে মদ খেয়ে এবং মদের বোতল পকেটে নিয়ে কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্টের সামনে মাতলামি করতে থাকেন। এসময় অশ্লিল ভাষায় উচ্চ স্বরে পথচারিদের গালা গালি করতে থাকেন।
এসময় স্থানীয় জনতা আ.লীগ নেতা সালাউদ্দিনের মাতলামিতে ক্ষিপ্ত হয়ে গণ ধোলায় দিয়েছে। দ্রুত ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে মাতাল অবস্থায় সালাউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। এসময় তার পকেট থেকে একটি মদের বোতল উদ্ধার করে পুলিশ।