12840

04/23/2025 নওগাঁয় ৪ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

নওগাঁয় ৪ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

রাজ টাইমস ডেস্ক :

৫ জানুয়ারী ২০২৩ ০৭:১৬

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রির অপরাধে চার ভেজাল গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয় ভেজাল গুড়সহ গুড় তৈরির সরঞ্জাম।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মথুর কৃষ্ণপুর এলাকায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

ভেজাল গুড় ব্যবসায়ীরা হলেন, বুলেট হোসেন (৪০), আমজাদ গুড় ঘরের মালিক শ্রী প্রদীপ মন্ডল (৪৫), মালেক গুড় ঘরের মালিক মো. মালেক (৩৬) ও জামাল গুড়ের আড়ৎ এর মালিক জামাল হোসেন (৫৮)।

র‌্যাব-৫ জানান, ওই চার গুড় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রয় করে আসছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে যৌথ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ২০ হাজার ৩৫০ কেজি ভেজাল গুড়, ৬ হাজার ৯৫০ কেজি চিনির শিরা, ৬ কেজি ক্ষতিকর রং ও ২ কেজি হাইড্রোজেন জব্দ করা হয়।

র‌্যাব-৫ আরও জানায়, পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১, ৪২, ৪৩ ধারায় বুলেট হোসেনকে ৩০ হাজার টাকা, আমজাদ গুড় ঘর এর মালিক শ্রী প্রদীপ মন্ডলকে ৩০ হাজার টাকা, মালেক গুড় ঘরের মালিক মালেককে ২০ হাজার টাকা ও জামাল গুড়ের আড়ৎ এর মালিক জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ভেজাল গুড় আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংস করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]