12844

07/10/2025 বিশ্বজয়ী মেসিকে স্বাগত জানাল পিএসজি

বিশ্বজয়ী মেসিকে স্বাগত জানাল পিএসজি

রাজটাইমস ডেস্ক

৫ জানুয়ারী ২০২৩ ১০:০৯

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে শিরোপ এনে দেয়া লিওনেল মেসি পিএসজিতে যোগ দিলেন সবার শেষে। দেরিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেও তাকে সংবর্ধনা দিতে ভুল করেনি ক্লাব কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ভেরিফাইড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছে পিএসজি। সেখানে দেখা যায় মেসিকে গার্ড অব অনার দিচ্ছেন ক্লাবের ফুটবলার ও কর্মকর্তারা। শুধু তাই নয়, ক্লাবের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে একটি ক্রেস্টও।

অন্য ছবিতে দলের ড্রেসিং রুমে নেইমারের সাথে দেখা যায় সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার মেসিকে। বিশ্বজয়ী এই তারকার সাথে আলিজ্ঞন করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে শিরোপার স্বাদ এনে দিয়েছেন লিওনেল মেসি। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ফ্রান্সের সাথে ৩-৩ গোলে ড্র করে আর্জেন্টিনা। এরপর টাইব্রেকারে ফরাসিদের ৪-২ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মেসিরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]