1286

03/17/2025 নগরীতে বোনের সামনেই পেটালো ভাইকে

নগরীতে বোনের সামনেই পেটালো ভাইকে

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২০ ০৫:৫২

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে বোনের সামনেই দু’ভাইকেই পেটালো বখাটেরা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।  

বখাটেদের হামলায় আহতরা হলেন, ইদ্রিশ আলী (৩৫) ও তার ছোট ভাই তৈয়ব আলী (২৫)। তাদের বাবার নাম মৃত আইয়ুব আলী। নগরীর শিরোইল স্টেশন এলাকায় তাদের বাড়ি। তৈয়ব আলী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আর ইদ্রিশ আলী চিকিৎসা শেষে এখন বাড়িতে আছেন।

জানা গেছে, নিজের অসুস্থ বোনকে ডাক্তার দেখাতে বৃহস্পতিবার নগরীর লক্ষীপুরে মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে যান দুই ভাই। এ সময় লক্ষ্মীপুর এলাকার জজ নামের এক যুবক টিন নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। গায়ে টিনের আঘাত লাগার আশঙ্ককায় বড় ভাই ইদ্রিশ আলী ওই যুবককে একটু দূর দিয়ে যেতে বলেন। এতেই ক্ষিপ্ত হন জজ নামের ওই যুবক আরও কয়েকজন যুবককে নিয়ে ইদ্রিশ আলী ও তৈয়ব আলীর বোনের সামনেই তাদের বেধড়ক পেটাতে শুরু করে। পরে রাজপাড়া থানায় এ ঘটনায় মামলা হয়। 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]